//সহজাত অভিনয়//
সহজাত অভিনয় করে থাকি
ইচ্ছা করে তো করিনা এ কাজ
কখনো কখনো তাও করে ফেলি
লাভের ঘরে যে ভাবনার সাজ।
অভিনয় করি কিছু লুকোতেই
কতটা সফল হই, জানিনা তো
যাঁদের সামনে করি অভিনয়
তাঁরা কী বুঝল, আমি জানিনা তো।
অভিনয় করা খুব শেখা যায়
শিখলে সেটাই হয়ে যায় পেশা
তখন জানিয়ে অভিনয় করা
অভিনয়ে আয় হয়ে যায় নেশা।
দৈনন্দিন জীবনে চলতে
বাস্তব নিয়ে হবেই থাকতে
সেটাই হয়না, কারণ থাকেই
অভিনয় এসে যায় সহজেই।
সকলেই করে থাকি অভিনয়
সময়ে সময়ে প্রয়োজন হয়
এই প্রয়োজন হয় কী ন্যায্য!
ন্যায্য বললে, ভুলের বলয়।
সহজাত অভিনয় মানে ভান
ভান করার কি আছে পরিমাণ!
করলেই হলো, নিষেধ তো নেই
তবে এর সাথে জুড়ে আছে মান।
ভান করে যদি ধরা পড়ে যাই
কাঁচা অভিনয় বলবে সবাই
তার থেকে ভালো বাস্তবে থাকা
কিচ্ছু না পাই, শান্তি পাবই।
সুবীর সেনগুপ্ত