//অপমান যদি প্রাপ্যই হয়...//
অপমানে মাথা নত হয়ে গেলে
সেই অপমান প্রাপ্যই ছিল
যে মানুষ করে গেল অপমান
সে তো অকপটে সত্য বলল।
দেখবো শুনবো বলবো, করবো
সবাই ঠিক এই ভাবেই চলবে
কিন্তু এতেও আছে তারতম্য
যদিও রম্য খুঁজতে থাকবে।
কেউ রম্যের খোঁজ পেয়ে যায়
সেই পাওয়া হয়ে যায় সহজেই
আর কেউ খোঁজ সহজে পায় না
তাঁরা চলে যায় আর এক পথেই।
আর এক পথ, কোন সেই পথ!
সেই পথ শুধুই একটা নয়
এরকম পথ আছে বহু বহু
রম্যের খোঁজে তাতে ডুবে যায়।
পথ অসহজ, বাঁধনহীন নয়
তবু খুঁজে নেয় চলার উপায়
ভুল পথে রম্যের খোঁজ পায়
স্বভাবত অগ্রহণযোগ্যই হয়।
আমার কাজের যে মূল্যায়ন
করব কী আমি! করতেই পারি
নিজেকে কী আমি বলব মন্দ!
পক্ষপাতের ডালি হবে ভারী।
মূল্যায়নের ভার সমাজের
সমাজ মানেই আমরা সবাই
অধিকাংশের মতে প্রাধান্য
খ্যাতি অপমান তাঁদের কথাই।
অপমান কেউ করবেই কেন!
পাগল তো নয় যা খুশী বলবে
অপমানসূচক কাজে যোগ দিলে
অপমান যোগ্য কথাই উঠবে।
প্রাপ্য পাওয়ার আছে অধিকার
প্রাপ্য অনেক কিছু হতে পারে
অপমান যদি প্রাপ্যই হয়
নিতেই তো হবে মাথা নত করে।
সুবীর সেনগুপ্ত