//অপবাদ নয় স্থিরীকৃত দর্শন//
অপবাদ দিতে, চাই নাকি অধিকার!
এই অধিকার থাকে নাকি সব্বার!
সক্কলে যদি পায় এই অধিকার
কচাল চর্চা সব পাবে নিস্তার|
অপবাদ নিয়ে কার আগ্রহ!
এই আগ্রহে থাকে কত মোহ!
কারো থাকবে না আগ্রহ-মোহ
কারণ যে নয় কোনোটাই শ্রেয়|
অপবাদ হলো অশালীনতার লক্ষণ
ভুল ধরাতে, অপবাদ নয় শোভন
শোভন জড়িয়ে সন্দেহ অকারণ
শান্ত হয়েই বলাতে কাজ সাধন|
অপবাদ দিলে, প্রকাশিত নিজ মন
এমন চিন্তা করবে কী মানুষজন!
অপছন্দ দাগ ভরে দেবে জীবন
অপবাদ নয় স্থিরীকৃত দর্শন|
নিন্দা কী হবে অপবাদ সমতুল্য!
কার মতবাদে থাকবে কতটা মূল্য!
ছিঃ ছিঃ বলে করা নিন্দা নয় অতুল্য
ছিঃ ছিঃ নিন্দাতে মন কী হবে প্রফুল্ল!
যেমনই হোক-না অপবাদ ভালো নয়
ভুল ধরানোর আছে তো বহু উপায়
অপবাদ থেকে দ্বন্দের আঙিনায়
জীবন ধারায় কখনো কাম্য নয়|
সাধ করে কেউ দেয় নাকি অপবাদ!
বিনা কারণের অপবাদগুলো নড়বড়ে
বিনা কারণের সব অপবাদে বদ উদ্দেশ্য
যে দেয়, সে চায় করতেই ক্ষতি বারেবারে|
অপবাদ দেওয়া অসম্মানের সমান
কারণেও দিলে বাড়বে না কারো মান
সহন করলে, অপবাদে হয় বেশী তান
তাই অপবাদ ভেঙে হয়ে যাক খানখান|
শত্রু বাড়িয়ে লাভ নেই এ তো জানা
তাই তো দেব না, অপবাদ দেব না
বরং আমি তো করবই তাকে বন্ধু
যদি তা না হয়, দূর হবে কামনা|
সুবীর সেনগুপ্ত