//অন্যরকম//

সকলেই যদি করি কাজ একই ভাবে
সেই একই কাজ, অন্য কাজ তো নয়
একঘেঁয়েমীর ছবি তো একটা গড়বেই
কিন্তু কাজটা ঠিক মতন তো হয়ে যায়|

একটু অন্যরকম হলেই তো ভালো
কাজের মধ্যে কিছু তো নতুন আসবে
কাজ শেষ হলে, যদিও ফল সেই একই
তাও তো মানুষ নতুনেরই দিকে ঝুঁকবে|  

খাদ্য তালিকা ভিন্ন হোক রোজ, চাই
জামা কাপড়ের বেলায় একই অনুভব
নব নব সাথী চাইতে কী থাকি প্রতিদিন!
হয়ত তা হবেনা, তাও হওয়া নয় অসম্ভব|

গাড়ীর চালক সবাই গাড়ী চালাবে
কারো কাছে নেই নিজের তৈরী গাড়ী
যে গাড়ী বাজারে, তার একটাই কিনবে
তাও চালানোতে তুলনাও কাড়ি কাড়ি|

যে প্রণালীতে করে গেছি কাজ এতদিন
সেই প্রণালীর থেকে দূরে যেতে পারি
নব প্রণালীতে কাজ যদি হয় ঠিক
তখন তুলনা করে দেখতেই পারি|

অন্য উপায় ভাবনারই এক ফল
এই ভাবনায় সকলে যেতে চায় না  
আর এই ভাবনা উদ্ভাবনারই মতো
এই ভাবনার মালিক কী মান পাবে না!

আমরা সবাই নতুনেরই পূজারী
নতুন কিনতে সকলেরই উৎসাহ
নব প্রক্রিয়া নিয়ে কেন নেই ভাবনা!
তার কারণ কী এতে নেই আগ্রহ!

নতুন পুরোনো, গুরুত্ব নয় ভিন্ন
তবে প্রেক্ষিতে গুরুত্ব কম বেশী
বুঝতে পারলে, গুরুত্বের সন্মান
নইলে পূর্ব প্রক্রিয়া নিয়ে খুশী|

সুবীর সেনগুপ্ত