//অন্যের ক্ষতি ভাবনাতে নয়//
কী মতলব, তলব করাতে চাইছ!
পারলে করাও, তাতে লাভ নেই
নিজের কবর খুঁড়ছ।
আমি সুখে আছি, সে তো দেখতেই পাচ্ছ
হয়ত তোমার অত সুখ নেই
তাই হিংসায় জ্বলছ।
কী ঠিক বেঠিক, নিশ্চিত বলা যায় না
নিজের কর্ম নিজের বিচারে
অস্বীকার নয় ন্যায্য।
সুখী অসুখীর সংজ্ঞাটা গোলমেলে
কাঙাল কী করে আছে মহাসুখে!
তার উত্তর আড়ালে।
আমার যে সুখ, আমি কী পেতেই পারি!
এই প্রশ্নকে আনবই কেন মনে!
আমি নিজ সুখে ভারী।
অযথা কী দেওয়া যায় দোষ অন্যকে!
আছে আদালত যুক্তি তর্ক
সমাজ প্রমাণ মেখে।
নিজের মনকে খুশী রাখা প্রয়োজন
স্বশাসিত এই কাজের জন্য
করা নিজ আয়োজন।
হিংসায় জ্বলে পুড়ে মরা কেন, বলো তো!
হিংসা দেয় না কোনো সমাধান
দেয় ক্ষতি অবিরত।
চেতনায় যদি থাকে শুধু নিজ মঙ্গল
ভবিষ্যতেও মঙ্গলই হবে
মনও হবে না দুর্বল।
নিজ উন্নতি নিজ ভাবনার মাঝে
অন্যের ক্ষতি ভাবনাতে নয়
জ্বলবেই আলো সমাজে।
সুবীর সেনগুপ্ত