//অন্যায় আমি করিনি, জেনেছি//

আমি অন্যায়
কিন্তু তা কেন...
ভুল ভাবছে কি
মনে তো হয় না...
কারো প্রভাব কি
নাকি হেতু লাভ...
হয়ত বা লোভ
তাও হতে পারে...
মনে হিংসা কি
নিতে প্রতিশোধ...
চিত্ত দাহ কি
শাস্তিতে শোধ...
ক্ষমতা দেখাতে
নাকি কাছে পেতে...
শুধুই খেয়াল
ঝোঁকে পড়ে তাল...
কম সে সুযোগ
হয় না তো ভোগ...
কোনটাই নয়
সে তো আমি জানি...
খুশী করতে কি
কাকে আর কেন...
কারণ কি প্রেম
মনে ভালোবাসা...
ভাবছি ভাবছি
ভেবেই মরছি...
কি কারন তবে
জানতেই হবে...
ভাবতে ভাবতে সকাল হয়েছে যামিনী
বুঝেও গেলাম আমি অন্যায় করিনি।