//অনুসন্ধিৎসা কী শেষ দেখবেই//

নেচে নেচে চলে গেল রোদ্দুর
সাথে সাথে নিয়ে গেল আলো
মাঠ ঘাট চারপাশ হলো কালো
আঁধারেই মলিনতা হলো দূর।

হেসে হেসে এসে গেল লাল আভা
আরো এক নব দিন শুরু হলো
মানুষের ব্যস্ততা বেড়ে গেল
দৃষ্টিতে এসে গেল বহু সভা।

প্রকৃতির কোলে বসে যায় দিন
আলো মেখে মেখে কাজ হয়ে যায়
ঘনিয়ে আসলে সাঁঝ, ডাকে বিশ্রাম
অলিখিত নিয়মেই তান থেমে যায়।

মানুষ ছাড়াও আরও বহু প্রাণ
প্রত্যেক প্রাণ এই প্রকৃতির দান
প্রকৃতির অস্তিত্ব নিজের কৃতিত্বে
প্রকৃতি করে না সহন অপমান।

প্রকৃতি কী দেবে, আর কী দেবে না
মানুষের এতে নেই অধিকার
যা দিলো প্রকৃতি, তাই শেষ কথা
বিকল্পে খুলবে না কোনো দ্বার।

প্রতিবাদ সাধুবাদ ও বিবাদ
মানুষের অধিকারে এই সব
আরও আছে বিক্ষোভ প্রতিরোধ
ইচ্ছা মতন করে হও-না সরব।

আলো কালো সব দেবে প্রকৃতি
মানুষের প্রয়োজনে এই নীতি
প্রকৃতির নীতি প্রকৃতির পালে
হতেই পারে না এর বিকৃতি।

প্রাণ কেন এসেছিল ভূবনের বুকে!
এ এক রহস্য, থাকবেও তাই
গবেষণা থামবে না, হাসবে সময়
অনুসন্ধিৎসা কী শেষ দেখবেই!

সুবীর সেনগুপ্ত