//অনুমতি ছাড়া কর্ম//

বলতে কি পারি কোত্থাও নেই বাধা!
ধরে নাও আমি তাই বললাম
বললে কি পাব রাধা!

খুঁজতেই পারি এখন কিংবা পরে
ইচ্ছা হলেই খুঁজতে থাকবো
বাইরে কিংবা ঘরে।

শুনতেই পারি চারিদিকে যত শব্দ
বাতাসে শব্দ আসে ভেসে ভেসে
হবেই কানে আবদ্ধ।

কাউকে আমার ভালো লাগতেই পারে
সেই ভালোলাগা সে তো জানবে না
জানালে তবেই বিচারে।

করতেই পারি কোন এক কাজে ভুল
ইচ্ছাকৃত ভুল তো করি না
ভুল‌ই ফোটায় ফুল।

ভুল হয়ে গেলে করে ফেলি আপসোস
করে লাভ, নাকি হয়ে যায় ক্ষতি!
ভুল কি আমার দোষ!

কারণ-বিহীন কাউকে কী পারি ডাকতে!
ডাকলেও কেউ সাড়া তো দেবে না
আর সেটা হবে মানতে।

উপার্জনের পথ খুলে নিতে পারি
সকলের আছে এই অধিকার
পথ আছে সারি-সারি।

লিখতে পড়তে চাই না অনুমোদন
ইচ্ছে মতন এই কাজে ডুবি
খুশি হয়ে যায় মন।

যখন তখন দৃষ্টি করি প্রসার
নতুন দৃশ্য উপভোগ করি
না করে কোনো প্রচার।

অসময়ে আমি ঘুমিয়ে পড়তে পারি
স্বপ্নের জালে জড়িয়ে জড়িয়ে
মহাকাশে দিই পাড়ি।

আমি যা যা পারি, সব্বাই সেটা পারে
পারে বলেই তো সবাই সমান
ধরার এই সংসারে।

সুবীর সেনগুপ্ত