//অনুমান, ধারণা ও আন্দাজ//
অনেক ধারণা অনেক বিচার
প্রত্যেক মনে গড়ছে আকার
কী নিয়ে ধারণা, কী নিয়ে বিচার!
আছে তো বিষয়, সেটাই আধার।
সামনের পানে চোখ মেললেই
যা দেখি তাতেই বিষয় আসেই
জরুরী হোক বা না হোক, তাতে কি!
একটা ধারণা গড়ে তো ওঠেই।
প্রশ্ন সামনে, জবাব জানিনা
দিতে হবে উত্তর, তাও জানা
সেই মুহূর্তে জানব কী করে!
তখন উপায় শুধুই ধারণা।
কে সব কিছু জানে পৃথিবীতে!
কেউ নয়, সেটা হবে কি বলতে!
জানা মানেই তো জ্ঞান, মানবে তো!
কী কারণে চাইবে না তা মানতে!
উচিৎ হবে কী করতে ধারণা!
কেন নয়, এ তো ভাবতে পারিনা
অনুমান করা কেন হবে ভুল!
কোন দোষে হব দোষী, তা বলো না!
জানা বিষয়ের মধ্যে থাকলে
ধারণা এবং অনুমান জলে
সঠিক জবাব বেরিয়ে আসবে
পড়তে হবে না ধারণার জালে।
অনুমান ধারণা ও আন্দাজ
জড়িয়ে থাকবে প্রতিটি সমাজ
কোথায় কখন হবে যে প্রয়োগ
ঠিক জানলেই, করা যাবে রাজ।
বিষয় যখন তাৎপর্যপূর্ণ
ধারণার স্থানে বসবে শূন্য
অবিদিত জ্ঞান থাকুক আড়ালে
নীরবে থাকাই অর্থপূর্ণ।
কী এমন ক্ষতি, জানিনা বললে!
বরং এতেই লাভ আসে পালে
কম কম জ্ঞান থাকতেই পারে
নিজ সন্মান নিজেরই কবলে।
সুবীর সেনগুপ্ত