//অনুভবে প্রতি পথ থাক কাছে//
যাঁর অনুভবে সব পথ কাছে
পথে নামলেই, তাঁর মন নাচে
যেন সব পথ তাঁর কাছে খুব চেনা...
যাচাই এর কোনো প্রশ্নই মনে আসে না।
অনুভবে পথ থাকলেও কাছে
বাস্তবে পথ দূরেই তো আছে
কী করে নামবে পলকমধ্যে সেই পথে!
না হয় তা যদি, নামবে আর এক পথে।
সব পথ কাছে, তার কী যে মানে!
সাধারণ মানে, ধরাই মননে
এরকম হলে ভাবনা, নেই সমস্যা...
নইলে যে কোনো পথেই অমাবস্যা।
পথ শুধু রাজপথই হয় না
মেঠপথগুলো পথ কী হয় না!
এ ছাড়াও বহু বহু পথ অজানাতে...
যে পথ চাই না, সে পথেও হবে নামতে।
জীবনের চলা কোনো এক পথে
সেই পথ বদলাবে দিনে রাতে
এই বদলানো থেকে নেই কারো মুক্তি...
কেন কেন কেন! দেওয়াই যাবে না যুক্তি!
নির্ঝঞ্ঝাট জীবনের কামনায়
প্রত্যেক প্রাণ আয়ুর সীমানায়
সীমানার মাঝে পথেরই যান জট...
বহু পথে গেলে, তবেই খুলবে জট।
তুমিও করছ, আমিও করছি
পথ পছন্দ করেই চলেছি
কেন করে যাই এত এত ভুল পছন্দ...
করি বলেই তো পথ বাছা নিয়ে দ্বন্দ।
যে পথেই চলা, সে পথ আমার
এই অনুভূতি খুলে দেবে দ্বার
বাধাহীন পথে চলায় মিলবে সংসক্তি...
পথকেই ভালবাসবে যে কোনো ব্যক্তি।
সুবীর সেনগুপ্ত