//অন্তবিহীন পথ শুধু চাই//
পথের অন্তে আরো আরও পথ
সব পথে খুঁজে চলেছি অন্ত
অন্ত কোথাও দেখাই দেয় না
অন্ত না পেয়ে মন অশান্ত।
কেন যে খুঁজছি পথের অন্ত!
অন্ত পেলে তো চলা থেমে যাবে
চলা থামলেই, জীবন থামবে
জীবন থামাতে কেউ কি চাইবে!
অন্ত পেলাম, আগে নেই পথ
কিন্তু আছে তো পিছনের পথ
চলা থামাবো না, চলব সে পথে
থামতে দেবো না জীবনের রথ।
শুধু কতিপয় পথেরই অন্ত
বাকী পথে আছে ধারাবাহিকতা
অন্ত হওয়ার আগে জুড়ে যায়
পথিকের কাছে নতুন বার্তা।
উন্নয়নের আছে যে ধারণা
অনেক অনেক পরিকল্পনা
সরণীর জাল গড়েও উঠেছে
উন্নয়নের পথে আনাগোনা।
প্রত্যেক দিন গড়ি নব পথ
নিজে নিজে গড়ে ওঠে নব পথ
যে ভাবেই হোক, গড়ুক-না পথ
পথ মানুষের দুর্দান্ত রথ।
পথ চাই, পথ চাই পথ চাই
কিন্তু পথের অন্ত কী চাই!
চাইনা চাইনা চাইনা চাইনা
অন্তবিহীন পথ শুধু চাই।
সুবীর সেনগুপ্ত