//অনিশ্চয়তা নিয়েই জীবন//
হুড়মুড়িয়ে পড়লো ভেঙ্গে
কি যে হলো বোঝার আগে
দোষ যে দেবো, কাকে দেবো!
এই বিপত্তি সব বিভাগে।
কখন কি যে ঘটতে পারে
যা নেই কোনো ভাবনার ঘরে
অনিশ্চয়তা সংখ্যায় কম
তবু সংশয় পায় পায় ঘোরে।
নিয়ম করেই নিয়ম মানছি
পা ফেলে ফেলে হিসেব রাখছি
তাও তো যাচ্ছে উল্টে পাল্টে
অনিশ্চিতের জিৎ, তা মানছি।
বিশৃঙ্খলা শান্তি-ভঙ্গ
কেন ভাবনার হয় যে অঙ্গ!
অবাধে চলতে কেন যে চিন্তা!
বাধা কেন ঘিরে ফেলেই দিনটা।
যা ভাঙার সে তো ভাঙতে থাকবে
আপসোস মনে ঢুকতে থাকবে
এই ধারাতেই চলছে যে মন
তবু কেন আপসোস অনুক্ষণ!
দামাল নদীর পাড় ভেঙ্গে যায়
নদীর গর্ভে ঘর চলে যায়
আগাম জানার সুযোগ কোথায়!
ক্ষতির হিসেব করে দিন যায়।
প্রকৃতিতে যত অনিশ্চয়তা
থামবে না কভু এ তো জানা কথা
অনিশ্চয়তা আমরাও গড়ি
যখন ভ্রান্ত ভাবনায় পড়ি।
অস্থায়ী, সব কিছুই ভূবনে
সৃষ্টি ধ্বংস, চলবে সমানে
অনিশ্চয়তা নিয়েই জীবন
তবু ভাবনায় আছে তপোবন।
সুবীর সেনগুপ্ত