//অঙ্গের কাজ সমন্বয়েই//
কেউ দেখে দেখে, চলে গেল দূরে
কেউ দেখে, ভুলে গেল ধীরে ধীরে
আর কেউ দেখে, পড়ল রাগেই ফেটে...
তিনটে দেখা কী মিলেমিশে গেল ঘেটে!
তিনটে দেখায়, তিন জোড়া চোখ
একই দৃশ্য, নেই যোগ বিয়োগ
কিন্তু তিনটে দেখায় তো নেই সমতা...
তবে কী দৃষ্টি নেই একই সুরে গাঁথা!
জীবনের কাজ, দেখা শোনা বলা
এই তিন কাজে লাগবে না তালা
বিরাম পাওয়ার প্রশ্নই নেই জীবনে...
অজান্তেও তিন কাজ ঘটে যায় অজ্ঞানে।
দুই আঁখি নিয়ে মহার্ঘ জীবন
সাথে আছে এক মহার্ঘ মন
আছে এক মুখ, দুই উপযোগী কান...
এর থেকে বেশী কী আছে মূল্যবান!
নিশ্চয়ই আছে আরো অনেক অঙ্গ
জীবন তো চায় তাদেরও সঙ্গ
কিন্তু একক ভাবে কী অঙ্গ চমৎকার!
তা যে নয়, এ তো সব্বার জ্ঞানে পরিষ্কার।
সমন্বয়ের খুব প্রয়োজন
তবেই কর্ম হয় যে সাধন
চোখ ও মনের সমন্বয়েই কাজ...
ভিন্ন দেখায় নেই সমতার সাজ।
কখন কেমন কার মন থাকে
সেই মতো দেখা ভাবনাকে ঢাকে
তিনটে দেখায় কিছু তো থাকবে ভিন্ন...
এই কারণে কী প্রতিটি মানুষ অনন্য!
সুবীর সেনগুপ্ত