//অনেক অনেক শুনব//
কোন কথাটায় দেবো যে কান
কোনটা ছেড়ে দেবো
না শুনে কী বুঝব নাকি
তার মানে সব শুনব।
কান দিতে কী প্রয়াস লাগে!
কান তো খোলাই থাকে
সব শব্দই ঢুকছে কানে
কথাও তাতে থাকে।
ঢুকলে শব্দ, তবেই ভাবনা
তারপরেতে বিচার
বিচার করেই করব তুচ্ছ
কিছু কিছু কথার।
যে যে কথায় মনটা মজে
ধরেই রাখি মনে
বারংবার সেই কথাই ভাবি
পাঠাই স্মৃতির বনে।
প্রচুর কথা, অভাব কোথায়!
বিচার প্রধান কাজ
আর এই কাজে, না আছে ভয়
করব কেন লাজ!
আমার বিচার, আমারই দায়
কেউ নেই তার সঙ্গে
ভুল অথবা নির্ভুল হয়
ভাবনারই তরঙ্গে।
আমার কথাও শুনছে লোকে
তারপরে কী করে!
আমার মতন ভাবেই নাকি!
যায় নাকি বিচারে!
শুনব আমি, শুনবে তুমি
যাঁরাই কাছে, শুনবে
কার কী ইচ্ছা শোনার পরে
যা ইচ্ছা তাই করবে।
আর তো কিছু বলারই নেই
কী আর তবে লিখব!
সকাল হলে সজাগ থেকে
অনেক অনেক শুনব।
সুবীর সেনগুপ্ত