//অনেক কিছুই শুধু রহস্যে ধারণা//

সহজেই দেওয়া যায়, ঘটনার বিবৃতি
সহজে কী কেউ, করে ফেলে আবৃত্তি!
কে কোন পটুতা নিয়ে জন্মেছে জীবনে
চলতে চলতে পথে এসে যাবে সামনে।

হয়ত বা থাকে, কিছু ফাঁক দিতে বিবৃতি
অবিকল, মনে রাখা নয় একটি নীতি
ছোট বিবরণ, পেয়ে যেতে পারে পূর্ণতা
বড় ঘটনার থেকে বাদ যায়, কিছু কথা।

যে কেউ সাক্ষী, হতে পারে কোন ঘটনার
সেই দিতে পারে বিবরণ, যদি দরকার
বিবরণ দেওয়া বলতে পারি প্রাসঙ্গিক
নেই প্রসঙ্গ, ঘটনাও মরে যায় ঠিক।

আবৃত্তি কি, করতে হবেই জীবনে!
এমন ধারণা, জন্ম নেবে না কোন মনে
এরকম কাজে, প্রয়োজন হলো অভিরুচি
খুঁজলে পাই না, এমন কাজের কোন সূচী।

কাজের সঙ্গে প্রতিভার আছে যোগ
অভাব থাকলে প্রতিভার, নেই অভিযোগ
প্রতিভা দেওয়ার ক্ষমতা, কেবলই বিধাতার
কারো না থাকলে, শুধু মেনে নেওয়া অধিকার।

কিছু কাজ করি, আমরা সবাই নিত্য
এই সব কাজ, গড়ে জীবনের বৃত্ত
অর্ধেক গড়ে বৃত্ত কী ছাড়া যায়!
কৃত কর্মের বর্ণনা দেওয়া দায়।

প্রতিভা বা মেধা, সহজাত ক্ষমতা
অর্জন করে ফেলতে লাগে না খাতা
যে পেয়ে গেল, কেন পেল, কে জানে!
এই ক্ষমতা যে আসতে পারে না আহ্বানে।

প্রতিভা নিজের, অন্যকে দেওয়া যায় না
কাজে জুড়ে দিলে, শুধুই লাভের গয়না
নানা ধরনের প্রতিভা চোখের সামনে
দেখে অভিভূত হয়ে যাই মনে মনে।

অনেক জেনেও, অনেক কিছুই জানি না
আর যা জানি না, সবই রহস্যে ধারণা
সকলে মানুষ হয়েও, কেন যে ভিন্ন!
এই প্রহেলিকা, নিশ্চিত এক রত্ন।

সুবীর সেনগুপ্ত