//অনেক কিছুই করছে অবাক//
অবাক হওয়ার কারণ থাকলে
অবাক হয়ে যাই তৎক্ষণাৎ
আমায় দেখেই বলছ তুমি
এখনো তো ভরা দোয়াত|
অপরিমান কারণ সামনে
দেখেও কিন্তু হইনা অবাক
অবাক করার কারণই নেই
খুঁজতে হবেই অজানা বাঁক|
চোখের সামনে কারণগুলো
একই পথে চলতে থাকছে
কারণগুলো হারিয়ে মানে
সব অকারণ হয়েই যাচ্ছে|
অবাক হয়না কেউ রোজ রোজ
অভ্যাস মতো চললে জীবন
অভ্যেস থেকে বেরিয়ে গেলেই
অবাক হওয়ার কারণ তখন|
শিশুর দু-চোখ সদাই অবাক
যা দ্যাখে সব প্রথম দেখাই
অনেক দেখেই তাঁদের শেখা
হবেই অবাক, সন্দেহ নেই|
মহাকাশের খবর শুনে
অবাক চোখে ভাবতে থাকি
প্রকাশ হচ্ছে যত খবর
সত্যি হতেই পারে নাকি!
খুব সাধারণ এক ঘটনা
তাও তো করতে পারে অবাক
লেখা-পড়া যাঁর ধাতে নেই
প্রথম হয়ে লাগায় সে তাক|
দেখি যখন এক ভিখারি
দিচ্ছে ফেরত চারটি টাকা
এক চেয়েছে, দিয়েছি পাঁচ
অবাক হয়েই দৃষ্টি ঢাকা|
এই যুগে আর রাবন কোথায়
দশটি মাথায় করবে অবাক
একটি মাথায় যা কাজ করি
অন্যেরা সব হচ্ছে অবাক|
গল্প পড়ে অবাক যখন
রেশ থাকে তার অল্প সময়
বাস্তবে যা অসাধারণ
অবাক হয়েই থাকি চর্চায়|
অবাক করে বহু দুর্যোগ
কেন এমন জানতে তো চাই
এই প্রকৃতি জানতে দেয় না
দ্বায়িত্ব কী মানুষের নেই!
যে কেউ হতে পারে অবাক
করব কী কাজ পাপপূর্ণ!
এ সব কাজের কী যে কারণ!
শুধুই অবাক করার জন্য!
সুবীর সেনগুপ্ত