//অনেক কিছুই হচ্ছে অবাধে//

ইচ্ছা কি করা অবাধে বিবাদ
নাকি হয়ে যায় চলতে চলতে!
কি যে হয় মানে অবাধে হওয়ার!
অজান্তে কী পড়ি, বিবাদের ফাঁদে!

হচ্ছে অবাধে অনেক কিছুই
সদা অনুভূতি ভাবনায় নেই
যেটা হচ্ছে না সেটা নিয়ে ভাবি
চাই নাকি হোক সব অবাধেই!

হওয়া প্রবাহিত জল প্রবাহিত
চলুক অবাধে, কাঙ্খিত তাই
বাধা পেয়ে গেলে গড়ে সমস্যা
টনটনে জ্ঞান, তবু বাধা দিই।

শরীরের মাঝে প্রক্রিয়াগুলো  
অবাধে চললে মনে হয় ভালো
বাধা এসে যায় নানান কারণে
কারণ খুঁজতে বেলা বহে গেল।

অবাধে কি ধারা যায় কোন মাছ
জাল বা বড়শি, একটা তো লাগে
অবাধে ফলে না, চাল, ডাল, ফল
কি হয় অবাধে, যাতে মন জাগে!

অবিবেচনীয় ঘটনা ঘটছে
আর কিছু ঘটে যাচ্ছে অবাধে
বাকীগুলো পরিকল্পনা জুড়ে
তবুও অবাধে পারেনা ঘটতে।

স্বপ্ন যা দেখি, সবই অবাধে
এ কথা অবাধে হবেই মানতে
প্রকৃতি যুগিয়ে চলেছে সাধন
প্রাণ বেঁচে আছে অবাধে ধরাতে।

অবাধে পাচ্ছি প্রভূত ভাবনা
জুড়ছি অবাধে নেই কোন মানা
এই এক খেলা খেলছি সবাই
নিভৃতে অবকাশে একটানা।

বহু সমস্যা কলহের দান
কলহ বিবাদ এক সুরে গান
অবাধে রক্ত চলাচল হোক
অবাধে সহন হয়ে শোক।

জন্ম যেমন হয়না অবাধে
অবাধে পালন, পারে নাকি হতে!
বাধা এসে যায়, দূর করা হয়
অবাধ থাকে না আর ভাবনাতে।

যেই কাজ করে ফেলি হেসে খেলে
সেই কাজ হলো অবাধের দলে
অভিজ্ঞতার পরে যদি করি
সর্ব কর্ম হবে হেসে খেলে।

সুবীর সেনগুপ্ত