//অযাচিত কথা ঢুকবেই কানে//
কথাগুলো সব আছে অভিধানে
ছুটে ছুটে এসে ঢুকে যায় কানে
কারণে কী আসে, নাকি অকারণে!
তা সে যাই হোক, ঢুকছে তো কানে।
কথাগুলো আমি চাইনি, তা ঠিক
চাইনি, তবুও ঢুকছে অধিক
অধিক হলেই উপচে পড়বে
উপচে পড়েই হারাচ্ছে দিক।
আমি যা চাইনা, তা আমি চাইনা
অন্যেরা এই মতে কী যায় না!
যায় যায় যায়, অনেকেই যায়
কার কী যে চাওয়া, হবে না ধারণা।
বহু কিছু নিয়ে প্রকৃতি ধরাতে
প্রায় সব কিছু প্রতিটি চাওয়াতে
কিন্তু আছে কি প্রকৃতিতে কথা!
শুধুই মানুষ পারে তা গড়তে।
সকলে গড়িনি অক্ষরমালা
ধীরে ধীরে গড়ে উঠেছে ধরায়
মানুষের অবদানেই গড়েছে
শুদ্ধ হয়েছে সময় ধারায়।
কথা হয়, হতে থাকে সর্বদা
কথার প্রবাহে নেই কোনো বাধা
কথা আমাদের অমূল্য ধন
এই উক্তিতে নেই কোনো ধাঁধা।
কথার গঠনে আমরা সবাই
গড়ার কারণ আছে নিশ্চয়ই
যে কারণে গড়ি, সে কারণে লাগে
তার বাইরেও সেই কথা পাই।
কার কানে কোন কথা যে ঢুকবে!
তার হিসেব করা দুরুহই হবে
প্রতিটি কথার আছে যে পরিধি
তাতে যে থাকবে, সেই তো শুনবে।
কানেকানে কথা ছুটতে পারেনা
অন্য কানেও ঢুকতে পারে না
সেই কথা নিয়ে নেই মাথাব্যাথা
শুধুই শ্রোতার এ নিয়ে ভাবনা।
ছুটে ছুটে কথা আসলে আসুক
ঢুকে যাক কানে, ঢুকেই মরুক
আর যদি সেই কথাই ভাবায়
ভাবনা জড়িয়ে কর্ম ছুটুক।
সুবীর সেনগুপ্ত