//অবসরে এই জীবনে শব্দ খুঁজছি//
অপ্রতিম হওয়া ছিল না আমার সাধ্য
অপ্রতিষ্ঠিত হতেই হয়েছি বাধ্য।
অপ্রিয়ভাষী হইনি কিন্তু কখনো
অবলোকনীয় হতেও চেয়েছি, তা জেনো।
অবসন্নতা আমাকে থামাতে পারেনি
অবহেলা সহে ময়দান আমি ছাড়িনি।
অবাঞ্ছনীয় করতে চেয়েছে অনেকে
অবিজ্ঞ হয়েও, তাঁদের দিয়েছি ঢেকে।
অপ্রয়োজন তর্কের মাঝে যাইনি
অমীমাংসিত কিছুই রাখতে চাইনি।
অবিচ্ছন্ন হয়েই থেকেছি সমাজে
অনুচিত কিছু যুক্ত করিনি কাজে।
অবিভক্তের কামনা রেখেছি মনে
অবিনীত হয়ে কামনা আনিনি সামনে।
অবিমৃষ্যকারিতা হয়নি আমার লক্ষ্য
অবিষয়ী হয়ে গড়িনি কোন বিপক্ষ।
অবদান কিছু হয়তো রাখতে পারিনি
অভিধান খুলে দেখতে কিন্তু ছাড়িনি।
অনুমান করে কখনো নামিনি যুদ্ধে
অপরাধ করে যাইনি কারো বিরুদ্ধে।
অবলুপ্তের পথ ধরে আমি হাঁটিনি
অবিস্তৃত পথে হাঁটা ছেড়ে দিইনি।
অকল্যানের স্পর্শ রেখেছি দূরে
অসহায় হয়ে গাইতে পারিনি বেসুরে।
অবিসংবাদ হয়েই এগিয়ে গিয়েছি
অবেক্ষকাল থাকার সময় শুনেছি।
অবিরাম খুশী পাওয়া ছিল উদ্দেশ্য
অবোধগম্য না হয়ে খুঁজেছি বিশ্ব।
অব্যয় হতে চেয়েই পেয়েছি ভয়
অবিনশ্বর হতে চাওয়া বিস্ময়।
অনন্য এক জীবনের আশা করিনি
অযুগ্ন এক জীবনের আশা ছাড়িনি।
অপ্রতিরূধ্য জীবন চালিয়ে যাচ্ছি
অবসরে এই জীবনে শব্দ খুঁজছি।
সুবীর সেনগুপ্ত