//অবৈধ কী সত্যি চাই না!//

কোথায় যেতে বাধা আমার!
অবাধ যাওয়ার কোথায় স্থান!
একটা সূচি গঠন করেই
বাড়িয়ে তুলব সূচির মান|

কোন কাজটি করতে পারি
কোন কোন কাজে নিষেধ জারি  
কোথায় পাব এই তালিকা!
খুঁজতে গেলেই সমস্যা ভারী|

কোন স্থানেতে থাকব আমি
হবেই নাকি আদেশ মানতে!
আদেশও নয়, নয় নির্দেশ
ইচ্ছে আমায় বলবে থাকতে|

ইচ্ছে, সে তো সব্বাই জানে
লিখছি না আজ 'ইচ্ছা'কে নিয়ে
এই লেখাতে যা লিখতে চাই
অবৈধ স্থান ঘুরিয়ে ফিরিয়ে|  

অবৈধ স্থান, সে আবার কী!
বৈধ অবৈধ স্থান হয় নাকি!
হয় বলেই তো লিখছি কবিতা
এই তথ্যকে কী ভাবে যে ঢাকি!

সমাজ এখানে, সমাজ ওখানে
এ দেশ ও দেশ, কোন দেশে নেই
সমাজের রূপ প্রায় একরকম
সব কী বৈধ সব সমাজেই!

অবৈধ কাজ আছে তো অনেক
এসব কাজের জায়গা থাকবে
রহস্যে ভরা থাকবে ঠিকানা  
কিন্তু মানুষ জানতে পারবে||

মানুষ মানে তো সব্বাই নয়
এই স্থানে আছে কার আকর্ষণ!
কতিপয় লোক এই নিয়ে ভাবে
অবৈধ স্থানে তাঁদেরই গমন|

যত অবৈধ স্থান এই ভুবনে
গঠন হয়েছে বেআইনীভাবে
তাই তো হবেনা কখনো প্রচার
যে জানতে চায়, সহজে জানবে|

অবৈধ খাদ্য, অবৈধ সম্বন্ধ
অনেক অবৈধ চলচ্চিত্র
অবৈধ আয়ের অনেক পন্থা
অবৈধ গল্প কবিতা চিত্র|

অবৈধ মানেই বিপজ্জনক
জেনেও, ছুটে চলি সেই দিকে
কেন কেন কেন! বিরাট প্রশ্ন
অবৈধে যে লাভ বেশী থাকে|

অবৈধের যে মোহিনীশক্তি
সেই শক্তি কী আছে বৈধের!
এর প্রেক্ষিতে কী আর বলব!
অবৈধ প্রিয় না-বলা মনের|
  
সুবীর সেনগুপ্ত