//অবগত হওয়া মানে জ্ঞান নয়//
কাজ করলাম সব ভুলভাল
না শিখে করার ফলে এই হাল
ক্ষতি তো আমার, নয় অপরের
কেন যে বুঝি না, শিক্ষাই ঢাল।
খুব বলে থাকি, শিখতেই হবে
শিখতেও পারি শান্ত স্বভাবে
মনে কোলাহল, শেখা হুলুস্থূল
ভুল শিখে শিখে, ঠিক মনে হবে।
শেখার অর্থ ঢোকানো মগজে
মগজে ঢোকালে, লাগবে কী কাজে!
মনে পড়লেই, কাজে লেগে যাবে
গুলিয়ে গেলেই, কাজ আজেবাজে।
শেখা সম্পূর্ণ কী ভাবেই হয়!
স্মৃতিতে গাঁথলে জ্ঞান রয়ে যায়
মনে রাখবার এই যে ক্ষমতা
তাই হয়ে যায় শেখার সহায়।
শিখতে হবেই, এ তো মানলাম
কখন কী ভাবে তা কী জানলাম!
এতে জানবার কিছুই তো নেই
যে শিখবে তাঁর ইচ্ছারই দাম।
ইচ্ছা কী শুধু মানুষেরই থাকে!
অন্য প্রাণের ইচ্ছা কী পাঁকে!
মনের প্রেষবর্ধক ইচ্ছাই
মন সাড়া দেবে ইচ্ছার ডাকে।
অবগত হওয়া মানেই কী জ্ঞান!
জ্ঞান হলো উপলব্ধির দান
শিখে আর করে করে দক্ষতা
অর্জিত জ্ঞানে আসে সন্মান।
চাই বা না চাই জ্ঞান আমি পেতে
কিছু কিছু জ্ঞান এসে যাবে পাতে
জ্ঞান এসে যাওয়া পায় না অন্ত
জ্ঞান আমাদের সকলের সাথে।
ভুল করতে কি কেউ কাজ করি!
কিন্তু না শিখে কভু কাজ ধরি
এটাই তো ভুল, মানা প্রয়োজন
প্রয়োজন, তবে নয় বাহাদুরি।
ভুল করব না, এই অঙ্গীকার
বৃদ্ধি করবে ভাবনায় ধার
কাজে ভুল করা হবেই অতীত
ভুল ঢেকে যাবে, হবেনা প্রচার।
সুবীর সেনগুপ্ত