//অবচেতন আর সচেতন দুই জগৎ//

স্বপ্ন যখন ভরিয়েছিল মন
ছিলাম তখন অবচেতনের কোলে
স্বপনের স্বাদ হয়েছিল উপভোগ্য
সেই স্বাদ নেই সচেতনতার আঁচলে।

জীবিত কালেই এই দুই অস্তিত্ব
তবে নয় ঠিক সম সময়ের কবলে
অধিক সময়ে সচেতন, তাই চাই
অবচেতনের সময় যায় না বিফলে।

থাকা সচেতন কিংবা অবচেতন
ইচ্ছার সাথে জুড়ে দেওয়া ঠিক নয়
পুরোপুরি ভুল, তাও কী বলতে পারি!
শরীরের যত দাবী মেনে নিয়ে কাজ হয়।

প্রাণ মন আর তন নিয়ে এক জীবন
মূর্ত নয়, তাই প্রাণ মন অন্তরালে
তন ভৌতিক, সেটাই সচল শরীর
শরীরের নীড়ে প্রাণ আর মন আড়ালে।

প্রাণের উপস্থিতিতে স্বপ্ন গড়ছে
এর সাথে মন কোন পথে জুড়ছে!
কী গুরুত্ব শরীরের তাও তো অজানা
স্বাধীন স্বপন তার মতো ছুটে আসছে।

স্বপ্ন খোয়াব হয় না তো কল্পনা
ঘুমের মধ্যে কল্পনা করা যায় না
সজাগ চেতনে কল্পনা করা সম্ভব
স্বপ্ন কিন্তু এই পথে যেতে পারে না।

অবচেতনের খুশী নেই সচেতনে
উল্টোটাও তো সত্য প্রতি জীবনে
অবচেতন আর সচেতন দুই জগৎ
অতীতেও ছিল, থেকে যাবে সামনে।

স্বপ্ন কী প্রহেলিকা নাকি রহস্য!
সংজ্ঞাটা আছে নিজ নিজ ভাবনায়
সংজ্ঞা যা হোক তা হোক, স্বপ্ন চাই
ঘুমে যে আরাম স্বপন বাড়িয়ে দেয়।

সুবীর সেনগুপ্ত