//অবিস্মরণীয় অক্ষয় চিরস্থায়ী//
অবিস্মরণীয় হলে
চিরস্থায়ী হয়ে থাকবেই এই মনে
অবিস্মরণীয় গল্প
কিংবা কবিতা আসতে থাকবে স্মরণে।
পাহাড় শুনলে
ছুটে আসে মনে হিমালয় আর আল্পস্
পাহাড় শৃঙ্গ
এভারেস্ট এই মনের মধ্যে করে বাস।
অবিস্মরণীয় ব্যক্তি
বিবেকানন্দ নেতাজি সুভাষ চন্দ্র
তাঁরা চিরজীবী
যেমন বিশ্বে সূর্য এবং চন্দ্র।
অবিস্মরণীয় ঘটনা
সাতচল্লিশে ভারত বর্ষ হল ভাগ
কারণ চাই না
মনে হয়ে গেছে কাটা এক স্থায়ী দাগ।
অবিস্মরণীয় অক্ষয়
হতে পারে নাকি কোনো কিছু এই ভূবনে!
অবিনশ্বর ধারণা
কখনো কি কেউ আনতে পারবে প্রমাণে!
অবিস্মরণীয় সৃষ্টি
বুঝতেই পারি, চিরস্থায়ী হতে পারে না
অবিনাশী কোন চিন্তা
রাখব যেখানে, সেই মন আর থাকে না।
অবিচলিত ব্যবহার
হয়তো বিরল, তবে নয় অস্বাভাবিক
জ্ঞাতসারে পাই
বলতে পারিনা, এটা খুব স্বাভাবিক।
যা দৃশ্যত বাস্তব
তাই স্বীকৃত আমাদের এই জীবনে
আর যা যা পরাবাস্তব
তার কিছু বিশ্বাসে, কিছু অনুমানে।
সুবীর সেনগুপ্ত