//অবিদিত কথা//
অবিদিত কথা, সে তো অবিদিত
জানব কি করে সেটা কোন কথা!
জানি না যখন, তাতে কেন মন
কেন ভেবে ভেবে মনে ধরি ব্যাথা!
প্রত্যেক মনে কথা জেগে ওঠে
তারপরে কথা আসে প্রতি ঠোঁটে
বিদিত তখন, হয়ে যদি যায় মুক্ত
বিদিত হলেই আলোচনা ছোটে।
কথা তো আছেই প্রত্যেক মনে
যত কথা আছে, আসে না সামনে
না আসার আছে প্রভূত কারণ
যেগুলো আসে না, অবিদিত বনে।
মন আবিদিত বলতেই পারি
অপরের মন অবিদিত হরি
আমি জানি, যদি করে কেউ দাবী
সেই দাবী হবে নিষ্ক্রিয় ঘড়ি।
যখন গুজব খুব রটে যায়
গুজবে থাকেই একটা বিষয়
বলতে পারে না কেউ পুরোপুরি
কিছু কথা অবিদিত থেকে যায়।
কোন কোন কথা কার মন জুড়ে!
কথাগুলো থাকে নিজ অন্তরে
করে দিলে কথা সর্বজনীন
জানবে সকলে মন প্রাণ ভরে।
শুধু কি কথাই থাকে অবিদিত!
বহু ঘটনাও থাকে অজানিত
একা অভিযানে যে দুর্ঘটনা
কে খবর দেবে! থাকে অবিজ্ঞাত।
গতকাল আমি ছিলাম সুস্থ
আজ হয়ে গেছি, খুব অসুস্থ
জানাই ছিল না এরকম হবে
অবিদিত ছিল জরুরী তথ্য।
যে কাঙাল, তাঁরও কাছে আছে কথা
বলার সুযোগ কম, মনে ব্যথা
হয়ত বলবে কারণ রহিত
তাঁর বেশী কথা থাকে মনে গাঁথা।
যে কথা বলতে পারাই যায় না
থাকবেই অবিদিত, সে তো জানা
আড়ালে রাখতে হয় কিছু কথা
সেগুলোর শুধু একটি ঠিকানা।
ভেবেছিল পরে আনবে সামনে
প্রকৃত সুযোগ এলেই বলবে
সেই কথা বলা হয়েই ওঠেনা
চিরকাল থাকে অবিদিত ভবে।
সুবীর সেনগুপ্ত