//অবান্তর প্রশ্ন//

অবান্তর এক প্রশ্ন সামনে
কি জবাব দেব, সেটাই ভাবছি  
খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে
পাল্টা প্রশ্ন সামনে রাখছি।

কঠিন প্রশ্ন অনেক পেয়েছি
উত্তর ছিল জানা তা দিয়েছি
কখনো বলতে হয়েছে, জানিনা
কিন্তু প্রশ্ন বুঝতে পেরেছি।

সব প্রশ্নের আছেই জবাব
সব জবাব কী সব্বাই জানে!
তা যে নয়, এ তো সাধারণ জ্ঞান
এ নিয়ে তর্ক হয় না ভূবনে।

সবাই দিয়েছি কত পরীক্ষা
প্রশ্ন পত্র হাতেও পেয়েছি
অনেক প্রশ্ন একই বিষয়ে
বিষয়ে যা শেখা, লিখেও দিয়েছি।

পরিকল্পনা করে পরীক্ষা
শিখে নিতে হয় আগে উত্তর
বিস্তৃত ভাবে জানলে বিষয়
উত্তরগুলো হয় সদুত্তর।

জীবন চালাতে যে পরীক্ষা
পরিকল্পনা সেখানেও থাকে
তবুও সামনে অজানা প্রশ্ন
উত্তর দিতে মন যায় ঢেকে।

যা ভাবিনি কভু, তাই তাড়া করে
বলতে পারিনা এসোনা পিছনে
নিজের স্বার্থ জড়িয়ে যে থাকে
সাড়া দিতে হয় অজানা সমনে।

প্রশ্ন যখন অজানা লোকের
আর সেটা মনে হয় অবান্তর
উপেক্ষা করতে লাগে না সময়
মনেও আসে না কোন ভয় ডর।

লোক পরিচিত, করলে প্রশ্ন
করা যায় নাকি তুচ্ছ সহজে
যদিও প্রশ্ন হয় অবান্তর
উত্তর দিই, নিজেরই গরজে।

কত শেখা যায় একটি জীবনে!
যত শিখি তত থাকে না তো মনে
এড়িয়ে যাওয়ার প্রশ্ন ওঠেই
করতেও হয় তাই কোনো স্থানে।

সুবীর সেনগুপ্ত