//নয় আশা, নয় স্বস্তি শান্তি//
বিপদমুক্ত জীবনের আশা
থেকে যাবে আশা হয়ে
বিপদযুক্ত জীবন চেয়ে কী
নেচে যাব খুশী হয়ে!
কী আশা চাইব, আর কী যে নয়
বুঝতে পারি না আমি
তো বলে কী আর চাইব না আশা!
নিরাশাই রণভূমি।
ছোট্ট কামনা আসুক শান্তি
পেলে চাইব না আশা
তাও তো পাই না কিছুতেই মনে
কী ভাবে খেলব পাশা!
স্বস্তি পেলেও মেনে নেব আমি
রাখব আশাকে দূরে
আমার ইচ্ছা হয় না পূরণ
গাইতেই হয় বেসুরে।
কী যে হবে কাঙ্খিত, কে বলবে!
পারছে না কেউ বলতে
বই পড়ে পড়ে হতাশাই পাই
কিছুই পারি না জানতে।
সম্বল শুধূ ভাবনা এখন
নিজের উপর নির্ভর
স্বান্তনা দিই নিজেই নিজেকে
জনিনা যে কী তারপর।
নিজ গবেষণা, নিজ অভিক্রিয়া
এসব কিছুতেই ব্যর্থ
আর তো করি না কোনোই চেষ্টা
প্রয়াসের নেই অর্থ।
সুবীর সেনগুপ্ত