//নতুনের সাথে তাল রেখে চলা//
সতেজ ফুলের সন্ধান করি
এখানে ওখানে করি ঘোরাঘুরি
ফুল দেখলেই ভাবি সতেজ কি টাটকা
শুনি তো সতেজ, কিন্তু এই মনে খটকা।
গাছ থেকে ফুল তুলব কোথায়!
খুঁজি তো অনেক প্রয়াস বৃথায়
ছোট্ট বেলায় দেখেছি বাগান
শহরে বিক্রি আদান-প্রদান।
সরকারি স্কুলে পড়াশোনা করে
সময় কেটেছে মাঠে ঘাটে ঘুরে
ফুল আর ফল কত যে তুলেছি
তার কিছু কিছু স্মৃতিতে রেখেছি।
শহরের বুকে আজ স্মৃতি নিয়ে
যা লাগে আনছি একটি উপায়ে
অর্থের বিনিময়ে সবই পাই
টাটকা খোঁজার কারণই নেই।
রঙচঙে সব প্যাকেটের মাঝে
প্রতিটি জিনিস যাই লাগে কাজে
ফেলো কড়ি মাখো তেল এই নিয়ম
তাজা ও টাটকা খোঁজা কম কম।
জীবন হয়েছে যন্ত্রের মতো
বেড়েই চলেছে আয়ু অবিরত
জিনিস যা পাই সব সাংশ্লেষিক
প্রচারে প্রচারে ছেয়ে দশ দিক।
সময়ের সাথে পরিবর্তন
এত উত্তম মানে জনগণ
কিন্তু কেমন পরিবর্তন
এই প্রশ্নের ডুবন্ত মন।
বদলানো এই জীবনের ধারা
সদাই নতুন করে যায় তাড়া
পুরনো যা কিছু হয়ে গেছে স্থির
নতুনের দিকে ছুঁড়ে দিই তীর।
যখন যেমন হচ্ছে প্রগতি
তার সাথে তাল রাখছেও গতি
এতে না জুড়লে জীবন অচল
কী করে থাকতে পারি অবিচল!
সুবীর সেনগুপ্ত