//নতুন শব্দ//

নতুন একটি শব্দ পেলাম
পরিচয় পালা শেষ করলাম
কী ভাবে পেলাম, বলতে কি হবে!
অভিধান খুলে দেখেও নিলাম।

পঠনের পথে নতুন শব্দ
করতে কি পারে কাউকে জব্দ!
জব্দ তখনই, যখন অলস
অভিধানে তার মানে আবদ্ধ।

নতুন শব্দ কদাচিত পাই
সহজ কথপোকথনে তো নেই
সাধারণভাবে খোঁজে নাকি কেউ!
নতুন শব্দ সব সাহিত্যেই।

নতুন নতুন সরণি গড়ছে
শহরে নগরে গড়তে হচ্ছে
জনতার দাবী, মানতেই হয়
আর কি নতুন জনতা চাইছে!

প্রভাত আসুক নতুন আলোতে
থাকে নাকি জনতার চাওয়াতে!
প্রকাশ করি না বলে এই চাওয়া
তবে এই চাওয়া প্রতিটি মনেতে।

আমি যে পুরনো সন্দেহ নেই
আশেপাশে যারা তারাও তো তাই
শিশুরা নতুন বলা যেতে পারে
তবে কতদিন! কি রায় দেবেই।

নতুন পোশাক সকলের চাই
নতুন শব্দ চাই না সবাই
লেখায় যাদের মন জুড়ে থাকে
তারা শব্দের কাঙাল হবেই।

না করেও লেখালেখি দিন চলে
বিকল্প কাজ খুঁজলে বিফলে
একই শব্দ রোজ ব্যবহারে
যেতেই হয় না নতুনের দলে।

কবি বা লেখক, সাহিত্যকার
নতুন শব্দ করে ব্যবহার
জোগাড়ের পথ তারা খুঁজে নেয়
এতেই তৃপ্তি পায় বার বার।

যে জানতে চায়, জানতেই পারে
জানার উপায় আছে সব ঘরে
কার কি ইচ্ছা সেটাই আসল
ইচ্ছাপূরণ করবে আদরে।

সুবীর সেনগুপ্ত