//নব রূপে স্বরবর্ণ//

অ - এ অজগর
লাগছে না ভালো শুনতে
অ - এ অভিধান
তাই তো চাইছি লিখতে।

আ - এ আম খাব
খাব আতা আর আখ
আ - তে আশ্বাস
যা আনে জীবনে বাঁক।

এ - তে ইন্ধন
ইতিবৃত্তের ইতিহাস
ই - তেই ইচ্ছা
কামনা বাসনা অভিলাষ।

ঈ - তেই ঈগল
ঈপসা ঈর্ষাপরায়ণ
ঈ - তেই ঈষৎ
উত্তর-পূর্ব ঈশানকোণ।

উ - তে উপকার
উপায় উদার উদ্ধার
উ - তে উৎসাহ
জীবনের এক সম্ভার।

ঊ - দিয়ে ঊনিশ
ঊণপঞ্চাশ ঊনসত্তর
ঊ- দিয়ে ঊর্ধ্বগামী দৃষ্টিতে
সব মানুষের নজর।

ঋ - দিয়েই ঋকসংহিতা
ঋগ্বেদ ঋযুকরণ
ঋ - দিয়েই নেওয়া হয় ঋণ
না থাকলেই ভালো মন।

এ - তেই একতা এবং এখন
একশতে এগোনো
এ - নিয়ে থাকতে হয় একা একা
অযথা হলেই, এড়ানো।

ঐ - থেকে হবে ঐকার
ঐকান্তিক ঐক্পদিক
ঐ দিয়ে হবে ঐশ্বর্যশালী
যা নয় ঐন্দ্রজালিক।

ও - দিয়ে ওখানে আছে ওঁকার
ওস্তাদ নই, ওটাই বলব
ও - দিয়ে ওষ্ঠাগতপ্রাণ হলে
ওজস্বী হতে চাইব।

ঔ - দিয়ে ঔচিত্য ঔপাধিক
ঔপন্যাসিক রাখে তার নামে
ঔ -দিয়ে ঔচিত্য ঔষধ
আসবে ঔদ্বাহিক ভরা খামে।

সুবীর সেনগুপ্ত