//নিয়ম মেনেই এগিয়ে যান//
দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকুন
সেটাই নিয়ম, সেটাই মানুন
ভাঙ্গলে নিয়ম হতেও পারে সাজা...
বসতে বললে দিয়ে আসন
বসতে পারেন মেনেই শাসন
পেয়েও যাবেন বসার আসল মজা।
শরীরের যত কল-কব্জা
নিয়ম মেনেই খুলছে দরজা
নিয়ম থেকে বাইরে গেলেই বিপদ...
আমরা মানুষ শরীর নিয়েই
তাই নিয়মের মান খুঁজে পাই
থাকতেই হবে মানের জন্য দরদ।
নিয়ম যখন হয় না সমান
বৃদ্ধিও হয় ক্ষোভ পরিমাণ
কিন্তু ক্ষোভ কি ভগ্ন বিধির সমর্থন!
তেমন হয় না সবাই জানি
নিয়ম ভেঙ্গেই বিপদ আনি
প্রতিবাদের সুযোগ হারায় অনুক্ষণ।
নিয়ম মানি সকাল থেকেই
বাড়ির শান্তি বজায় রেখেই
একটু-আধটু পান থেকে চুন খসে...
নিজেরই ভুল নিজের ব্যাপার
অন্যের সাথে নেই কারবার
ভুলগুলো সব থাকেও আমার বশে।
নিয়ম কভু হয়না তো নিম
নিয়ম মেনে কে হবে ভীম!
নিয়ম হবেই সুস্থ সমাজে স্তম্ভ...
শৈশব থেকে শিখছি নিয়ম
শেখাতেও আছে বেশী আর কম
নিয়মের সাথে প্রতিটি কাজ আরম্ভ।
সুবীর সেনগুপ্ত