//নিশ্চিত এক স্বতন্ত্র আকার বৃত্ত//

জ্যামিতি শেখার সময় শিখেছি
ক্ষেত্র এবং বৃত্ত আঁকতে
শখ করে কোন বৃত্ত আঁকিনি
বৃত্ত এঁকেছি, ঘুরিনি বৃত্তে।

প্রতিটি জীবন জড়িয়ে বৃত্তে
হাত-পা ঘোরাই বৃত্তের সাথে
অনেক অনেক অঙ্গে বৃত্ত
বৃত্ত দেখছি চোখের মনিতে।

জীবন যখন জড়ানো বৃত্তে
বৃত্ত ভাবনা আসবে চিত্তে
কিন্তু কি লাভ এই ভাবনায়!
সময় নষ্ট কেন দিনে রাতে!

এক পথে চলা একবার নয়
ঘুরে ফিরে আসি সেই এক‌ই পথে
আর তার ফলে যেটা হয়ে যায়
অনেক বৃত্তে চলি অজান্তে

বৃত্ত কি শুধু একটি আকার
আকার চতুর্ভুজ বা ত্রিকোণ
প্রতিটি আকার উল্লেখযোগ্য
আকারমুক্ত হবে না ভুবন।

কিছু পছন্দ করতে গেলেই
আকার আসবে প্রতিটি মনেই
আকার ছাড়াও আরো স্থিতি মাপ
সব পছন্দ বিবেচনাতেই।

শ্রেষ্ঠ আকার খুঁজতে কি পারি!
এই অন্বেষণে মাথা হবে ভারী
আজ চতুর্ভুজ কাল চাই বৃত্ত
ন্যায্যতা এই মনে কাড়িকাড়ি।

ভুজহীন কোনো আকার হয় না
দুই তিন চার, আরো কত কত
কোন সে আকার যার এক ভুজ!
জানি জানি জানি সেটাই বৃত্ত।

বৃত্ত বললে, সেটা হবে গোল
গোল মানে তার পরিধি থাকবে
পরিধি ধরেই যদি হেঁটে চলি
শুরুতেই ফিরে আসতেই হবে।

বৃত্তের শুরু জানা যায় নাকি!
নাকি জানা যায় বৃত্তের শেষ
নিশ্চিত এক স্বতন্ত্র আকার
সেই কারণে কী বৃত্তই বেশ!

সুবীর সেনগুপ্ত