//নিশ্চিত//
নিশ্চিতরূপে সব পাওয়া হোক
কামনা তেমনই আমার ধারণা
সবার ধারণা মনে হয় তাই
সব ধারণাই হয়ে যায় কানা।
হয়ে যাক কানা, তাতে ক্ষতি নেই
হবেনা জেনেও, ধারণা রাখব
এই ধারণাই দেয় যে প্রেরণা
বেশী ক্ষেত্রেই অসফল হবো।
ধারণা করার অধিকার আছে
সফলতা অসফলতাও কাছে
সীমানার মাঝে আছে তো দুটোই
জানি একটাতে শুধু মন নাচে।
সবই নিশ্চিত সবার জীবনে
শুধু মুশকিল, জানা নেই সেটা
ফল পেয়ে গেলে জানা যায় সেটা
জানি শুধু নিশ্চিত মৃত্যুটা।
ছিল নাকি নিশ্চিত এই জীবন
উপহার রূপে দেখল ভূবন
পরের ঘটনা তাও নিশ্চিত
সবই হয়ে গেল উদাহরণ।
নিশ্চিত যাবে চামড়া কুঁচকে
চোখের দৃষ্টি কমতে থাকবে
শরীর হারাবে শক্তি ক্ষমতা
উপহার গন্তব্যে ফিরবে।
ভাবব না আর নিশ্চিত নিয়ে
যা হবার হোক, দেব না ফিরিয়ে
বুঝে গেছি এই জীবন মায়া
কী হবে অযথা মায়ায় জড়িয়ে!
সুবীর সেনগুপ্ত