//, নির্ভুল পথে চলা যথার্থ//
পথ পাড়ি দিতে হবে সে তো জানি
বহু পথ দেখি চোখের সামনে
অনেক পথে তো চলতে পারি না
বাছতে গিয়েই বিধির স্মরণে।
শেষমেশ বাছা হয়না আমার
চলার তাগিদ দিয়ে যায় মন
চলা শুরু করি কোনো এক পথে
পাড়ি দিয়ে বুঝি চলা অকারণ।
চলা একবার হলে তো হবে না
চলা থামলেই জীবন মানে না
আবার আর এক পথে দিই পাড়ি
পাড়ি দিয়ে কই কিছু তো এল না!
প্রতিদিন এক নব পথে পাড়ি
পাড়ি দেওয়া কাজ হয়ে যায় ভারী
তা হলেও কিছু করার তো নেই
জীবনে বাঁচাতে চলা দরকারী।
রকমারি পথ বানিয়ে নিয়েছি
সব কৃত্রিম, তাতেই চলেছি
এই সব পথে চলা গতমারা
কাঙ্খিত ফল হারিয়ে ফেলছি।
কদাচিত পাই পথ মনোমত
চলার থেকেও হই না বিরত
তৃপ্তিও আসে অল্প হলেও
চোখে চোখ রেখে মাথা নয় নত।
নির্ভুল পথে চলা যথার্থ
খুশী আনন্দ আসে অবিরত
পথে পাড়ি দেওয়া থামতে চায় না
তবু চলা নয় কভু অনন্ত।
সুবীর সেনগুপ্ত