//নির্ভরতায় নয় ভালবাসা//
নির্ভরতায় যদি ভালবাসা
আনন্দ কম সেই ভালবাসায়
দূরে ঠেলে দেবো নিশ্চয়ই তাঁকে
অপেক্ষাতেই থাকব আশায়।
ভালবাসা হতে হবে ভালবাসা
কেন তাতে থেকে যাবেই নিরাশা!
এই প্রশ্ন কী জাগে সকলের!
জাগে কি জাগে না, করি এই আশা।
'ভালবাসা' কথাটার মানে কী!
ভালো এক বাসা, কেউ বলবে কী!
না না আর নয় করা ফাজলামি
মানি, ভালবাসা সবচেয়ে দামী।
চুক্তি করে কী ভালবাসা হয়!
শর্ত কী লাগে আদর করতে!
এ সব ব্যাপার বিচারে যায় না
হয়ে গেলে শুধু থাকাই খুশীতে।
উপাসনা আরাধনা বন্দনা
এ সবেও নেই চুক্তি শর্ত
এই সমস্ত কাজ অনুভবে
তর্ক করলে, নয় যথার্থ।
ভালবাসা নিষ্পাপ আর খাঁটি
কোনো কিন্তুর স্থান নেই এতে
দৃষ্টি ও মন এক হয়ে গিয়ে
নারী ও পুরুষ ভালবাসাতে
না ব্যয়বহুল, না মূল্যহীন
না হতে হয় দীন কিবা ধনী
চাই পবিত্র বিশুদ্ধ মন
তাতে ভালবাসা করবে না ঋণী।
সুবীর সেনগুপ্ত