//নিকট ও দূর আছে কোন সংজ্ঞায়!//
দূরে গেছে, কথা নেই
ব্যথা ভাগাভাগি নেই
মান ভাঙানোর প্রয়োজন শেষ
কোনো ক্ষণে গড়ছে না দ্বেষ-বিদ্বেষ।
সকলেই দূরে যায়
থাকে ফেরার সময়
ব্যস্ত হয়না মন কোনো নব চিন্তায়
মন জানে পাখী ফিরে আসে নীড়ে সন্ধ্যায়।
দূরে তো যেতেই পারে
সব প্রাণ যায় দূরে
তা সে হোক মানুষ বা মাছ পশু পাখী
সবাই কী দেয় নাকি দূরে গিয়ে ফাঁকি!
এক হাত দূরে বসে
কথা বলো হেসে হেসে
তাও কেন মনে হয় আছ তুমি দূরে!
দূর কী দূরত্বে নয়, শুধু মন জুড়ে!
বেড়াতে যাই দূরে
কেউ থাকে পাশে সুরে
তখন কী দূর ও নিকট থাকে মনে!
তখন দূরই ভালো, কথা কানে কানে।
দূরত্ব কত হলে
তা যাবে দূরের দলে!
এই উপলব্ধি কী খুব প্রয়োজন!
কী হবে বুঝেই বলো দূরের ধরণ!
দূরে গেলে, দূরে যাক
কাছে এলে, কাছে থাক
একটি মনের শুধু এক অধিপতি
মনের আদেশ ও নির্দেশ নিয়ে গতি।
মহাকাশ দূর নাকি!
যার সীমানাই ফাঁকি
যদি জানা যায় মহাকাশের সীমানা!
সীমানার বাইরে কি দূরের ঠিকানা!
দূর নেই, বলব না
নিকটকে ছাড়ব না
নিকট ও দূর আছে, সংজ্ঞাটা গড়বড়ে
কিন্তু নিকট ও দূর নিশ্চিত নড়বড়ে।
সুবীর সেনগুপ্ত