//নিকট নাগালে, দূর নাগালের বাইরে কী!//

দূরে বিশ্বাস, আসতেই পারে নিকটে
যদি মন থাকে অমলিন ভাবনাতে।

দূরে আছে, দূরে থেকে যাক শত্রুতা
নিকটে আসলে, ঠেলব না দূরে মিত্রতা।

অনেক কিছুই নিকটে আমার পাশে
তার থেকে বেশী দূরের ভূমিতে আকাশে।

নিকট নাগালে, দূর নাগালের বাইরে
সেই কারণে কী দূরের যত্ন নাইরে!

জানি না কী ভাবে হবেই দূরের যত্ন!
কাছে না আসলে যত্নের নেই প্রশ্ন।

যা কিছু নিকটে সবই দেখতে পাই
দূরের যা কিছু, ভাবনা বা ধারণাই।

দূরে রহস্য, নিকটে সব প্রকট
প্রকট মানেই, সব উন্মুক্ত তট।

দূর কাছে এসে যেমন নিকট হয়
ঠিক বিপরীত হলে কী শুধুই ভয়!

কত পার্থক্য দূর নিকটের মাঝে!
কত জানা নেই, কিছু নিশ্চিত আছে।

অনেক অনেক দূর থেকে যায় দূর
মনে সংশয়, নিকট হলেই দূর।

দূরকে টানতে করতে হয় প্রতীক্ষা
নিকট রাখতে নিকটে, চাই শিক্ষা।

দূরে দিগন্ত, আসবে না কভু নিকটে
নিকটে আনার প্রয়াস জড়াবে জটে।

ওই আকাশ দূরে, আরো দূরে মহাকাশ
যাচ্ছে সেখানে মানুষ নিয়ে বিশ্বাস।

কী কত দূর! মাপার উপায় জেনেছি
সে উপায় দিয়ে মাপতে মাপতে চলেছি।

বড় দূরত্ব করতে অতিক্রম
বাড়িয়েছি গতি না রেখেই মনে ভ্রম।

সাত সমুদ্র পার ছিল বহু দূর
সেই ব্যবধান আজ নিকটের সুর।

মন দূরে যায়, আনতেও পারি কাছে
অভিনব এই প্রকরণে মন নাচে।

কাল দূর ছিল, হয়েছে আজ নিকট
দূর নিয়ে আজ মন করে না তো ছটফট।

সুবীর সেনগুপ্ত