//নিজ ইচ্ছাতে বলা আর শোনা//
কথাগুলো ভালো লাগেনি তেমন
তবুও শুনতে বলেছিল মন
শুনেওছিলাম আর কোনো কিছু না ভেবেই
শোনার পরে কী মন ছিল কল্পনাতেই!
কথা সব গড়ে কোনো মুখ থেকে
কিছু কিছু কান শোনে কাছে থেকে
এই নিয়মেই বলা আর শোনা চলছে
নিকটে থাকলে কথাগুলো কানে ঢুকছে।
কথার মূল্যায়ন কার কাজ!
কথা যে বলল, হবে নাকি তাঁর!
হবে নাকি ঠিক ধারণা আমার!
হতে কী পারে না শুধুই শ্রোতার!
কথা যে বলেছে, সে সৃষ্টিকর্তা
বলব না আমি সে কথার দাতা
সৃষ্টি কী খেলো, নাকি খুব দামী!
এ তো বলে দেবে যে কেবল শ্রোতা।
প্রতিদিন কত কথা শুনে যাই
রাস্তা বাড়ীতে যে কোনো স্থানেই
না শোনার কোনো বিকল্প নেই
কানে তালা দেওয়া যায় না মোটেই।
বহু কথা শুনে, তখনই তো ভুলি
কখনো শুনেছি না ভেবেই দুলি
যে যে কথাগুলো থেকে যায় মনে
সেই সব কথা ভরে মম ঝুলি।
বলা আর শোনা দুটোই থাকবে
কখন কোনটা, কে ঠিক করবে!
আগে থেকে জানা হয়ে যেতে পারে
অন্যথা হলে, বুঝে নিতে হবে।
বলার উপর যে দখল থাকে
শোনা হয়ে যায় কিছুই না দেখে
তবে দুটোতেই মন থাকে জুড়ে
মন জুড়লেও কথা কানে ঢোকে।
বলা সকলের নিত্যকর্ম
শোনাও তেমনই একটি ধর্ম
গুণমান নিয়ে কথা হতে পারে
স্বইচ্ছাতেই রাখি দুটো ধরে।
সুবীর সেনগুপ্ত