//নিজের শত্রু আমি তো নিজেই//
নিজের শত্রু নিজেই হলাম
যেদিন শুরু করলাম চুরি
অধিক সুখের গন্ধ পেলাম
চুরি হয়ে গেল ক্ষমতার ছুরি।
অনেক কিছুই ভুলে গেলাম
উড়িয়ে দিলাম মিথ্যের ঘুড়ি
চাইলাম আমি ভুলেই থাকতে
এই সমাজেই আমি বাস করি।
যে যাই বলুক, ডুবলাম সুখে
চুরি বিদ্যাকে জড়িয়েই রেখে
চুরি আর মনে হয় না তো চুরি
মান্যতা পেয়ে চুরি এক ছকে।
চুরি করে করে এমন হয়েছে
চুরি না করলে, সময় যায় না
ধরা যে পড়ব মনেই আসেনা
চুরি করে ফেলি, বিবেকে বাধে না।
এক যুগ ধরে এ খেলা খেলছি
থামাব না এই খেলাও, ভেবেছি
আমি এত পটু, কিছুই হবে না
আমি সৎ, বিশ্বাস ছড়িয়েছি।
পাপ যে ছাড়েনা নিজের বাপকে
এই যে প্রবাদ, আমিও তো জানি
প্রবাদ যে ভুল, প্রমাণ করব
বেপরোয়া স্বভাবেই এলো হানি।
ধরা পড়লাম, জেল হলো ঠিকানা
চুরির অর্থ হারালো ঠিকানা
সুখী জীবনের হলো অবসান
বোধোদয়ে আজ ভরল চেতনা।
সৎ পথ ছেড়ে বিপদের পথ
কেন এসেছিল এই মনোরথ!
এর কারণ কী বিস্তর সুখ!
নাকি অনায়াস রোজগারি পথ!
চুরি এক মহাবিদ্যা শুনেছি
মহাবিদ্যা তো ধরা না পড়লে
মহাবিদ্যাতে আমি অসফল
ধরা পড়ে গেছি, তাই তো জানলে।
সুবীর সেনগুপ্ত