//নিজের প্রয়াসে যা পারি করব//

শুধু তো চেয়েছি, চাইনি নতুন
চাইলেই দেবে, বলোনি তখন!
দিচ্ছ না কেন, ভাবছি সেটাই
বাহানাতে তুমি আনছ নতুন।

আবার বলছি যা দেবে তা নেব
নিতেই এসেছি, আছে প্রয়োজন
বলেই দাওনা ভুল বলেছিলে
সেটা মেনে নিয়ে যাবই এখন।

যে দেয় সে হয় চাবির মালিক
যে নেয় সে করে শুধু অপেক্ষা
তার অধিকারে কিছুই তো নেই
যখন পায় না, পায় এক শিক্ষা।

সেই প্রবাদটা মনে পড়ে গেল
ভিখারীর নেই কোনো পছন্দ
যেটা পায়, করে সাদরে গ্রহণ
মনের ভিতরে থাকে না দ্বন্দ্ব।

নিরুপায় হলে, চেয়ে নিতে হয়
আর না চাইলে, সহে নিতে হয়
সব প্রয়োজন হয় না পূরণ
স্বীকার করলে, কম বেদনায়।

সামর্থ্য নেই, মনে এক আশা
আশার পূরণে করি ছোটাছুটি
সফল না হলে, কী আর করার
নিজেই নিজের দোষগুলো কাটি।

কামনা বাসনা আশা ও ইচ্ছা
কেউ পারবে কি ঝেড়ে ফেলে দিতে!
হয় না সেটাই, তাই চাওয়া থাকে
চেয়ে চেয়ে নিজ মান হয় হারাতে।

বেঁচে থাকতে কি বহু কিছু লাগে!
অনেক কিছুই না হলেও বাঁচি
সুখ-সম্মান খ্যাতি তাড়া করে
ধরে ধরে কাটি, নিয়ে এক কাঁচি।

আমি চাইব না, মান হারাব না
নিজের প্রয়াসে যা পারি করব
যত অপূর্ণ আশা জমা হবে
সব দূরে ঠেলে খুশীতে মাতব।

সুবীর সেনগুপ্ত