//নিজেকেই জানো জীবনে চলতে//
একটা লেখার প্রয়োজন ছিল
প্রয়োজন কার! সেটাতো আমার
প্রয়োজন যদি মেটাতে না পারি
কী হবে তাহলে! খুলবে না দ্বার!
যে কাজ শুধুই নিজ প্রয়োজনে
তার দায় কারো কখনো হবে না
সেই দায় যদি এড়াতেই চাই
সেই কাজে দেওয়া কম ভাবনা।
নিজের জন্য লেখা দরকার
কত গুরুত্ব এই দরকারের
কী আর বলব, দম্ভ যে নেই
দরকার শুধু ব্যর্থ মনের।
ভালোবাসতেই পারি কোনো কাজ
ভালবাসলে কী করতেই হবে!
মাথার দিব্যি দেয়নি তো কেউ
তবুও তো ভাবি করতেই হবে।
নিজের প্রশ্ন নিজেকেই করি
অন্যকে করে পাইনি তো ফল
অনেক প্রশ্ন বারবার করে
থামতে পারিনি, হয়েছি অচল।
কেউ একদিন বললো আমাকে
নিজেকেই জানো জীবনে চলতে
সেই কাজে যদি অসফল হও
সব কাজই যাবে কোনো কিন্তুতে।
আর কথা নেই প্রয়োজন নিয়ে
পড়াশোনা করি নিজেকে জানতে
তবে একান্তে কিছু লিখে থাকি
যেদিন হয়না, থাকি আনন্দে।
সুবীর সেনগুপ্ত