//নিজেই নিজের হই প্রতিযোগী//
প্রতিযোগীতাতে ফেললে জীবন
প্রতিদিন হবে খুশীর নিধন।
এই লেখা কোনো বেদ বাক্য নয়
ছড়ানো ধারণা আসছে লেখায়।
জয় পরাজয় দুটো দিক আছে
এ তো জানা কথা জিতে মন নাচে।
কেবল জিতব তা কি হয় নাকি!
কেউ না হারলে জেতা থাকে বাকি।
সর্বদা জেতা ভাবনাটা ভুল
শুধুই হারব ভাবনাও ঝুল।
হার জিৎ হবে সমান সমান
এই ভাবনা কী সমতার মান!
তুমিও হারবে, আমিও হারব
জয়ে আনন্দ, হারলে বুঝবো।
ভাবতে কী পারি জয়ে সমৃদ্ধি!
পরাজিত হলে ক্ষয়ের বৃদ্ধি!
জ্ঞান চারিদিকে বলা বাহুল্য
বুঝতে হবেই জ্ঞানের মূল্য।
হার আর জিত শুধু কী খেলায়!
প্রত্যেক কাজে হার জিত হয়।
কাজ দূরে রেখে জীবন হয় না
কাজ জীবনের আসল গয়না।
কাজ তো হবেই, সবাই করবে
না করে কি কেউ থাকতে পারবে!
কিছু কাজ হবে সহজাত ভাবে
চাপ দিয়ে কিছু করানোও হবে।
করব না কাজ কেউ চাপ দিলে
তখনই করব মন যদি বলে।
চাপে পড়ে কাজ আমি করব না
লাভ ক্ষতি নিয়ে মন ঢাকব না।
আমার কাজের দায় তো আমার
স্বনির্ভরতায় খুলে দেব দ্বার।
কথাটা তো বেশ, স্বনির্ভরতা
জ্ঞান ছাড়া এই কথা বোকা মাথা।
জ্ঞানহীন তাই সহায়তা চাই
সহায়তা চেয়ে চাপে পড়ে যাই।
চাপ নয়, চাপ কখনোই নয়
চাপে পড়ে কাজ করা অন্যায়।
চাপ ডেকে আনি নিজেরই স্বার্থে
এসে গেলে সেটা হবেই মানতে।
প্রতিযোগী হলে থাকবেই চাপ
সেই চাপ মনে ফেলবেও ছাপ
প্রতিযোগী হতে আমি তো চাই না
এ কথা মানলে জীবন চলে না।
কারো সাথে নেই, তবু প্রতিযোগী
নিজেই নিজের হই প্রতিযোগী
ভাবনা ও মনে অনেক দ্বন্দ্ব
প্রতিযোগীতায় হারাই ছন্দ।
সুবীর সেনগুপ্ত