//নীতি প্রয়োজন সব্বার//
নীতি নেই কিছু
সেই কারণে কি ভীতি নেই!
ভীতিহীন হয়ে করছে রাজনীতি
জড়িয়েছে তার জীবন এই রীতিতেই।
মনের মধ্যে দ্বন্দ্ব
রাজনীতি নীতিহীন নাকি!
তাই যদি হয়, তবে ছন্দবিহীন
বিনা ছন্দের জীবন তাই ঠোকাঠুকি।
নীতি কেন নেই!
সে কি দেবে এর উত্তর!
না দিয়েই হয় সেই লাভবান
তার কাছে এই উত্তর অবান্তর।
নীতিহীন মানে
নিয়মের ধার ধারে না
যা খুশি করা ক্ষমতার জোরে
উপদেশ দিলে, দিয়ে দেয় বাহানা।
বাঁচা যায় নাকি
দূরে রেখে সব নীতি!
যাঁরা সৎ তাঁরা নীতির ভক্ত
নীতি মেনে চলে গড়বে কীর্তি।
বহু বহু নীতি
কোনটা কে নেবে
হবেই নিজের নির্ণয়
তা নিয়েই সে সামনে চলবে।
নীতি থাকলেও
কখনো তো নীতিভ্রষ্ট
এরকম হয় নিজের স্বার্থে
উপলব্ধির পরে হয় সব স্পষ্ট।
সুশীল জীবন
মানুষের কামনায়
অল্প কজন সেটাই চায় না
রাজনীতিবিদ সেই দলেই বোধহয়।
আছে রাজনীতি
তার সাথে কুটনীতি
সর্বাধিক তো ভালোর জন্য
শ্রেষ্ঠ খারাপ মনে হয় দুর্নীতি।
নীতি প্রয়োজন
এই প্রয়োজন সব্বার
মানুষ জড়িয়ে নেয় এক নীতি
নীতি ধরে চলে জীবন হয় না অসার।
সুবীর সেনগুপ্ত