//নীরবতা নাকি সরবতা!//
চুপ করে আমি থাকতেই পারি
এই কাজ করে কী যে বাহাদুরি!
কৃতিত্ব নেই, তবু চুপ থাকি
ইচ্ছা কী তবে প্রশান্তি চুরি!
অতীতে যেমন শান্তি চেয়েছি
আজও তেমনই চেয়েই চলেছি
নীরব থাকলে অধিক শান্তি
এই প্রকরণ মানতে চাইছি।
ধ্যানে তো বসিনি, চুপ হয়ে যাব
সংসারে আছি, কথা তো বলব
নাও যদি থাকি সমাজের মাঝে
কথা থামাতে কী সক্ষম হবো!
কথা দরকার, কিন্তু বলি না
তার মানে দরকার ঠেলি দূরে
নিজের ভালো কী নিজেই বুঝিনা!
এই প্রবণতা কেন ঝরে পড়ে!
বিহগের কথা কিচির মিচির
চলতে থাকে না সর্বসময়
প্রাণীদের ডাক সব দরকারে
তারা থেমে থাকে অন্য সময়।
শান্তি বজায় রাখতেই হয়
যদি চলে গম্ভীর আলোচনা
সকলেই কথা বলতে থাকলে
আলোচনা কেটে হয়ে যায় ছানা।
শুনতেই থাকি নীরবতা সোনা
কেউ ছুটবে না লোহার পিছনে
নীরব থাকব, দেখব শুনব
তারপর মাপা কথা পাবে মানে।
বাক সংযম, নির্বাক ভাব
এভাবে থাকলে বলবে কী বোবা!
কম কম বলে, বেশী বেশী শুনে
স্বার্থকথায় সহজেই ডোবা।
সরবতা ভালো, নীরবতা ভালো
এরকম হলে চিন্তা থাকে না
কখনো সরব, কখনো নীরব
জানি যে হবে না সমালোচনা।
সুবীর সেনগুপ্ত