//মূর্খকে বেছে করেছি মূর্খমন্ত্রী//
আমার রাজ্যে কোথায় মুখ্যমন্ত্রী!
এই রাজ্যের মাথায় মূর্খমন্ত্রী
আমরা মূর্খ, সেরা মূর্খকে বেছেছি
ভিক্ষা পাত্র হাতে নিয়ে নেচে চলেছি।
পাঁচশ হাজার দু হাজার পেয়ে খুশী
এই বা কে দেয়, চাইবই কেন বেশী!
মূর্খেরও আছে বুদ্ধি জানি বলেই তো
সেরা মূর্খের চরণেই মাথা নত।
কোন সে রাজ্য? জেনেও জানতে চাইছ
কোন অভিপ্রায় লুকিয়ে যে তুমি রাখছ!
মূর্খের এক স্বর্গ বানানো হচ্ছে
মূর্খমন্ত্রী ক্ষমতা কাজে লাগাচ্ছে।
সেরা মূর্খের কাজগুলো দেখে দেখে
এ কেমন রাঙামূলো, জনতা ভাবছে।
মূর্খ হলেও অনেক কিছুই শিখেছে
যা শিখেছে সব খিচুড়ি পাকিয়ে রেখেছে।
তাঁকে দোষ দিলে হবেই ভীষণ অন্যায়
আমরা যে তাঁকে বসিয়েছি ক্ষমতায়।
মূর্খের কথা মেনেই নিয়েছি সহজে
প্রশ্ন তুলিনি তার বিরুদ্ধে গরজে।
তাঁকে ভালো বলো, তা হলেই পোয়া বারো
তোলা তুললেও শাস্তি হবে না তোমারও।
সবাই চায় না কাটমানি, এ তো সত্য
সৎ পথে আয় তাঁদের কাছে যথার্থ।
রাজনীতি নয় অপরুপ এক খেলা
এই খেলা হলো উৎকট এক মেলা।
এই মেলাতেই কিনতে পারবে ভাবনা
এমন এমন ভাবনা, যা ছিল অজানা।
মূর্খমন্ত্রী সে সব ভাবনা কিনেছে
ভাবনাগুলোকে কাছে পরিণত করছে।
ভালো ভালো কথা বলতে কি আর লাগে!
আনাই তো যায় জিভের অগ্রভাগে।
ভালো কথাগুলো জনতার বিশ্বাসে
মূর্খের ভালো কথা শ্বাস-প্রশ্বাসে।
জনতা জনার্দন এই কথা শুনি
প্রমাণ হয়েছে এই কথা, তাও মানি।
যে মূর্খ মন্ত্রী আমাদের দয়া পেয়েছে
দয়া তুলে নিতে মানুষ সজাগ হয়েছে।
বারবার ধোঁকা খাবে না তো জনতা
বেছে নেবে এক সৎ নির্ভীক মাথা।
ভুল থেকে শিখে পাল্টে যায় রাজনীতি
দূরে সরে যায় পূর্বের যত দুর্নীতি।
সময় এসেছে, এইবার হওয়া সোচ্চার
মূর্খ তাড়িয়ে, মুখ্যকে আনা দরকার।
সুবীর সেনগুপ্ত