মুদিত নয়ন
মুদিত নয়নে ছিলাম শয়নে
সজাগ চেতনা বাস্তবায়নে
অসংখ্য ভাবনা করেছিল আনাগোনা
ঘুম এসেছিল, হারিয়ে ছিলাম চেতনা।
প্রতিদিন এই নিয়মের ধারা
করতে পারেনি কভু দিশাহারা
কখনো নিয়ম ঠেলতে হয়েছে দূরে
তখনই জেনেছি শরীর থাকেনি সুরে।
নিদ্রাহীনতা চায়নি জীবন
প্রত্যহ নিদ্রার প্রয়োজন
নিদ্রা না এলে দোষারোপে যায় মন
এ কী সঙ্গত! ভাবনাতে আবরণ।
নিদ্রা আহার নয় অনাচার
ন্যায্য চাহিদা নিয়ে সংসার
এই দুই নিয়ে জীবনের পথ চলা
অভাব হলেই হয়ে যেতে হবে অবলা।
নিদ্রাবিহীন মুদিত নয়ন
এই দশাতেই স্মৃতির স্মরণ
গুণগত ভাবনাতে মন যায় ভরে
এই অবস্থা রাখি কামনায় ধরে।
অবচেতনেও মুদিত নয়ন
নিদ্রা গভীরে নতুন স্বপন
যা পাওয়া যায় না হলে আঁখি উন্মুক্ত
স্বপনের আশ মুদিত নয়নে যুক্ত।l
জীবনের পাওয়া চলতেই থাকে
ভালো মন্দের মধ্যেই থেকে
মুদিত নয়নও এক ধরণের পাওয়া
এই পাওয়া নিয়ে গুনগুন গান গাওয়া।
সুবীর সেনগুপ্ত