//মৌলিক রঙ চিরদিন চাই//
ধবধবে সাদা কাগজের বুকে
নীল কালি দিয়ে রাখি কিছু লিখে
নীলের বদলে কালো কালি হতে পারত
সাদার বদলে কালো কাগজ কী হতো!
কলমের কালি বহু রঙে হয়
লেখা বহু রঙে প্রতিদিন হয়
সাধারণ ভাবে ব্যবহার নীল কালো
বিশেষ কাজেই লাগে বাকী রঙগুলো।
লেখার ব্যাপারে কাগজ সাদাই
সাদা না হলেও, সাদার কাছেই
সাদা কাগজেই লেখা ফুটে ওঠে স্পষ্ট
রঙীন কাগজে লেখা পড়তে তো কষ্ট।
কাগজ কলম লিখতে লাগবে
পাদুকা পড়েই হাঁটাহাঁটি হবে
সে ভাবে দেখলে, চামড়া কালো বা বাদামী
আধুনিক যুগে বহু ঢঙে জুতো দামী।
সবুজে সবুজে ভরা অরণ্য
সেখানে অন্য রঙেরও চিন্হ
তবে অরণ্য মানে সবুজেরই মেলা
অরণ্য নয় লাল বা নীলের খেলা।
কিছু কাজে এক রঙ গেছে জুড়ে
সেই রঙ খুঁজে যাই বারেবারে
সে রঙেই যে বসে গেছে মন একদম
আর কোনো রঙ পেলে মনে হয় কম।
যে যে সামগ্রী লাগে যে যে কাজে
ভিন্ন সময়ে, সেই সামগ্রী বিরাজে
মুলীভূত রঙে সামগ্রী ঠিক রূপ পায়
তাই সেই রঙ দাবীতেও এসে যায়।
মানুষ চাইছে রঙীন জীবন
তার সাথে সাথে প্রচুর সাধন
সাধনগুলো কী সাদা কালো হয়ে থাকবে!
প্রতিটি সাধন নিজ নিজ রঙই জড়াবে।
সুবীর সেনগুপ্ত