//মর্ত্যই ভালো//
স্বর্গ মর্ত্য পাতাল ভূবনে
জানিনা স্বর্গ আছে কোনখানে
পাতাল, তাও তো শুধু ধারণায়
মানুষের বাস মর্ত্যের আঙ্গনে।
উপলব্ধি কী কারো হয়েছিল!
স্বর্গ পাতাল জেনে গিয়েছিল
কে সেই মানুষ তা তো জানা নেই
শাস্ত্রে কেন যে লেখা হয়েছিল!
যা অভিজ্ঞতা, তা তো মর্ত্যেই
জল স্থল আর আকাশ জেনেই
যদিও হয়েছে মহাকাশে পাড়ি
মহাকাশ জ্ঞান সামান্যতেই।
জ্ঞানে এসে গেছে স্বর্গ পাতাল
বিশ্বাস করে, এই মন মাতাল
সততার সাথে জীবন কাটালে
মরণের পরে স্বর্গে সকাল।
দুষ্কর্মকে সাথী করে নিলে
অসৎ আয়ের পথ যাবে খুলে
নকল সুখের স্বাদ পাওয়া যাবে
মরণত্তরে স্থান তো পাতালে।
স্বর্গের মাঝে পরীদের খেলা
রঙে ভরপুর পুষ্পের মেলা
দুঃখ কষ্ট যন্ত্রণা নেই
নেই অপমান আর অবহেলা।
জন্ম মর্ত্যে, জীবন মর্ত্যে
সুখ ও দুঃখ সব একই চিত্তে
বন্ধু শত্রু একই জীবনে
একটি জীবন একটি বৃত্তে।
স্বর্গে কখনো যাই বা না-যাই
কিংবা পাতালে যন্ত্রণা পাই
দৈববানীকে বিশ্বাস করে
স্বান্তনা নিয়ে জীবন কাটাই।
স্বর্গ পাতাল রেখে দিয়ে দূরে
জীবন কাটুক শান্তির সুরে
পুণ্য কর্ম করব না কেন!
দুষ্কর্মকে রাখব সুদূরে।
সুবীর সেনগুপ্ত