//মননশীলতা স্মৃতির উজ্জীবনে//

ভুলে যাই, তাই
আজকাল লিখে রাখছি
লিখে রাখা কথা
প্রয়োজন মতো দেখছি।

এ তো এক রোগ
এ কথাও মেনে নিয়েছি
চাই না এ রোগ
কিন্তু কী ভাবে! ভাবছি।

নিজ ভাবনার
করেছি পৃষ্ঠপোষকতা
রোগ থেকে গেছে
জেনেছি আমার ব্যর্থতা।

যদি হয় রোগ
ঔষধ দেবে উপশম
সে পথে গেলাম
ফল হলো না তো উত্তম।

এবার কী করি!
জেগে ওঠে এই জিজ্ঞাসা
খুঁজে পেয়ে যাই
বহু উত্তর, বাড়ে আশা।

সমাধান বহু
একসাথে নেওয়া যায় না
করি অনুধ্যান
সংজ্ঞান জুড়ে গয়না।

যে যাই বলেছে
ঘুরে-ফিরে একই কথা
অভ্যাস করা
শুধুই মননশীলতা।

সোজা প্রকরণ
করে নিতে হবে অভ্যাস
মননশীলতা
হয়ে যাবে জীবনের দাস।

এক কাজ নিয়ে
দিতে হবে মন তাতেই
করে ফেলা কাজ
বসে যাবে স্মৃতিতেই।

মন প্রয়োজন
করতে গেলেই কাজ
একটাই মন
একবারে এক কাজ।

ভুলে যাওয়া রোগ
অন্য রোগের মত নয়
এই রোগ গড়ে
মনে সহস্র সংশয়।

করছি তো কাজ
যাচ্ছে না কিছু স্মৃতিতে
কেন যাচ্ছে না
চাইছি না আমি ভাবতে।

আনতে হবেই
মননশীলতা জীবনে
শুধু দৃঢ় মন
করবে এ কাজ যতনে।

এ ভাবে চললে
রোগ দূরে যাবে নিশ্চিত
ভুলে যাবে পরে
এই রোগ করেছিল চিত।

কেন যে চাও না
এই রোগ থেকে মুক্তি!
মুক্তি পেলেই
হবে উত্তম সব যুক্তি।

সুবীর সেনগুপ্ত