//মনের দখল ক্ষণস্থায়ী//
সেদিনের মন আজকের মন
দেখতে পাচ্ছি একটা তফাত
কী তফাত সেটা বুঝতে পারছি
কারণ খুঁজতে গিয়েই তো কাত।
আমারই তো ছিল সেদিনের মন
আজকেও মন একান্ত আমার
সেই মন বেশ বদলেও গেছে
নব ভাবনার হয়েছে সাধন।
মন একটাই আপন আমার
সুযোগই নেই আর এক পাওয়ার
এক তবু থাকে না যে অভিন্ন
প্রয়াস তো থাকে একই রাখবার।
কখনো শান্ত, কখনো বিভ্রান্ত
কখন হবে তা কেউ কী জানত
কখনো কাঁদাবে কখনো হাসাবে
কখনো কেবলই চায় দিগন্ত।
আছে তবু কভু ছুঁতেই দেয় না
উপলব্ধিতে আসতে ছাড়ে নাà
সমব্যথী অরি দুটোই তো হয়
কিন্তু কিন্তু দেখাই দেয় না।
বদলে যাবেই প্রত্যেক মন
আমরাও দিতে থাকব কারণ
তোমার আমার কারণ আলাদা
মনে হয় কারণ নিষ্প্রয়োজন।
দখলে কী থাকে কোনো এক মন!
মনের দখল কাজ অসাধারণ
মন কী ভৃত্য! তা কী করে বলি!
ধরা ও ছোঁয়ার বাইরেই মন।
মনের নিয়ন্ত্রণ কী হয় না!
হলেও তা হবে ক্ষণস্থায়ী
কোন সে শক্তি, যে চালায় মন!
কেউ তা জানে না, কেউ নয় দায়ী।
যা ছোঁয়া যায় না, তার কী দখল!
যেটুকু দখল, সব লোপ পায়
অল্প দখল করার তরেই
সব্বাই থাকি সেই চেষ্টায়।
সুবীর সেনগুপ্ত