//মনে স্থায়ী হয় শুধু নিজ নাম//
যতদিন বাঁচি থাকবেই মনে
তাই হয়ে যায় প্রতিটি জীবনে
সবাই ভুলবে সেটা একদিন
যেদিন হারাবে মন কোন ক্ষণে।
যে গানের কথা ছিল মুখস্ত
বহুদিন পরে ঠিক মনে নেই
সে গান শুনিনি বহুদিন হলো
আজ মনে এলো, কথাগুলো কই!
স্কুল কলেজের শেখা ফর্মুলা
কর্মজীবনে কার মনে থাকে!
ভুলে যাই কত পুরনো রাস্তা
সাড়া দিতে ভুলে যাই কত ডাকে।
কিছু দেখলাম থাকলো না চোখে
শুনলাম কিছু কানে থাকলো না
থাকলো কোথাও, সেটা হলো মনে
মন এক আধার, কেন বলব না!
আধার মানে তো বুঝি এক পাত্র
যার নেই কোন রুপ আর রেখা
কারো জ্ঞানে নেই আয়তন কত
কিন্তু বিশাল, ধারণাতে শেখা।
কিচ্ছু না শিখে কে পারে থাকতে!
শিখে নিতে হয়, রাখেও তা মনে
কেউ কি বাধ্য মনে রাখতেই!
নিজস্ব ব্যাপার, শুধু সেই জানে।
প্রাণের ধর্ম সংসার গড়া
গড়েও মানুষ প্রায় প্রত্যেকে
সংসারে আসে পুত্র কন্যা
মনে স্থান করে স্থায়ী হয়ে থাকে।
পুত্র কন্যা স্ত্রীর পরিচয়
মনের আধারে তাঁরা থেকে যায়
কোন অঘটনে তাঁরা মন ছাড়ে
হয়ত বা মন থেকে উবে যায়।
যেটা নিজ নাম, শৈশবে শেখা
সেটা কোনদিন ভুলতে পারিনা
শুধুই পাগল এতে সক্ষম
ধর্তব্যের মধ্যে পড়ে না।
নাম ব্যবহার এতবার হয়
মনে রাখবার প্রয়াস লাগে না
আসে একদিন আর এক ক্ষণে
মন বিনষ্ট, নামও থাকেনা।
সুবীর সেনগুপ্ত